শুভ নববর্ষ ১৪২৭
এবার একটু অন্যরকম, পয়লা বৈশাখ হোক।
থাকনা ঘরের দরজা বন্ধ, মনের দরজা খোলা
নাইবা হলো নতুন জামা, পুরাতনের পালা।
সাক্ষাৎ আজ নাইবা হলো, অভিনন্দনে আছি
প্রার্থনা আজ এটাই থাকুক, সুস্থভাবে সবাই বাঁচি।
মিষ্টি পোলাও, রকম সকম, আজকে না হয় থাক
দুর্দশা এই বিশ্বজুড়ে, এসব এবার নিপাত যাক।
একলা ঘরে, পরিবারে, নিজের মতো উৎসবে
রাত কাটিয়ে, উঠবে আলো, গাইবে পাখি কলরবে।
একতারাটাও একা গান গায়, বৈশাখী সুর বাতাসে
করজোড়ে আজ করি আহ্বান, নতুন বছর সাতাশে।
আনন্দগুলো থেকে যাক সাথে, দূরে যাক সব শোক
এবার একটু অন্যরকম, পয়লা বৈশাখ হোক……..
#শুভ_নববর্ষ_১৪২৭
#বাড়িতে_থাকুন_সুস্থ_থাকুন
#Written_By - Sougata Das https://www.facebook.com/sgtdas.sd
Written on April 14, 2020