শুভ নববর্ষ ১৪২৭

93250588_567424170554123_6474243468746031104_n

এবার একটু অন্যরকম, পয়লা বৈশাখ হোক।

থাকনা ঘরের দরজা বন্ধ, মনের দরজা খোলা

নাইবা হলো নতুন জামা, পুরাতনের পালা।

সাক্ষাৎ আজ নাইবা হলো, অভিনন্দনে আছি

প্রার্থনা আজ এটাই থাকুক, সুস্থভাবে সবাই বাঁচি।

মিষ্টি পোলাও, রকম সকম, আজকে না হয় থাক

দুর্দশা এই বিশ্বজুড়ে, এসব এবার নিপাত যাক।

একলা ঘরে, পরিবারে, নিজের মতো উৎসবে

রাত কাটিয়ে, উঠবে আলো, গাইবে পাখি কলরবে।

একতারাটাও একা গান গায়, বৈশাখী সুর বাতাসে

করজোড়ে আজ করি আহ্বান, নতুন বছর সাতাশে।

আনন্দগুলো থেকে যাক সাথে, দূরে যাক সব শোক

এবার একটু অন্যরকম, পয়লা বৈশাখ হোক……..

#শুভ_নববর্ষ_১৪২৭

#বাড়িতে_থাকুন_সুস্থ_থাকুন

#Written_By - Sougata Das https://www.facebook.com/sgtdas.sd

93245154_617772258776503_3553005622532243456_n

Written on April 14, 2020